শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লাখের নিচে থাকলে ভালো হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ বা তারও বেশি হতে পারে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। রোববার সন্ধ্যায় হোয়াইট হাউসের রোজ গার্ডেনে করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প একথা বলেন বলে জানিয়েছে সিএনএন। মৃত্যুর সংখ্যা এক লাখ বা এর নিচে থাকলে ‘সম্মিলিতভাবে করা খুব ভাল কাজ হবে’ বলে মন্তব্য করেছেন তিনি। এর আগে রোববার সকালে সিএনএন এর টকশো ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ এ যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ অ্যান্টনি ফুচি (যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যালার্জি এন্ড ইনফেক্সাস ডিজিজেস এর পরিচালক) এক মন্তব্যে বলেছিলেন, করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাষ্ট্রে এক লাখ বা তারও বেশি লোক মারা যেতে পারে। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ডাঃ ফুচির মন্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প ওই স্বীকারোক্তি দেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রজুড়ে সামাজিক দ‚রত্ব বজায় রাখা ও ‘স্টে অ্যাট হোম’ গাইডলাইন আরও ৩০ দিন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অপর এক খবরে বলা হয়, নিউ ইয়র্ক শহরের জাভিটস সেন্টারে একটি ফিল্ড হাসপাতাল উদ্বোধনের সময় সেখানে উপস্থিত থাকতে চেয়েছিলেন, কিন্তু সিক্রেট সার্ভিস তাকে যেতে দেয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে উপচে পড়া রোগীদের জন্য জাভিটস সেন্টারের ওই অস্থায়ী হাসপাতালে প্রায় দুই হাজার ৯০০ শয্যার ব্যবস্থা করা যাবে, এমন প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছে সিএনএন। রোববার করোনাভাইরাস টাস্কফোর্সের ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, আগামীকাল এটি উদ্বোধন করবে তারা। সবকিছু তুচ্ছ করে আমি সেখানে থাকতে চেয়েছিলাম, কিন্তু সিক্রেট সার্ভিস ও এর সঙ্গে জড়িত সবাই আমাকে যেতে দেয়নি। তারা আমাকে যেতে দেয়নি। সেখানে থাকতে পারলে আমার ভালো লাগতো কিন্তু সুস্পষ্ট কারণেই তারা আমাকে যেতে দেয়নি। এরপর হাসপাতালটির বিষয়ে বিস্তারিত জানান তিনি। বলেন, নিউ ইয়র্কে আমরা ২,৯০০ রম, বেডের হাসপাতাল তৈরি করেছি। কেন্দ্রীয় সরকারই এটি করেছে, অঙ্গরাজ্য সরকার নয়। এ বিষয়ে মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র বলেন, নিরাপত্তাজনিত কারণে আমাদের সিক্রেট সার্ভিস সুরক্ষা পাওয়া ব্যক্তি, সুরক্ষার ধরন, কৌশল ও দায়দায়িত্ব সর্ম্পকে কোনো আলোচনা করে না। সিএনএন, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন