বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পরীক্ষার সুযোগ কম থাকায় করোনা ঝুঁকি বাড়ছে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

দেশে করোনাভাইরাসের মহামারীতে সরকারের প্রস্তুতি ও সমন্বয়ের অভাব রয়েছে মন্তব্য করে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, আক্রান্ত রোগী শনাক্তকরণের উপকরণ ও চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম নেই। পর্যাপ্ত পরীক্ষার সুযোগ না থাকায় করোনা ঝুঁকি বাড়ছে।
গতকাল সোমবার নগরীর প্রবর্তক মোড়ে হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর বিএনপি নেতৃবৃন্দ একথা বলেন। মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দ্রুত করোনাভাইরাস চিহ্নিত করতে না পারলে সংক্রমণ ঠেকানো মুশকিল। শনাক্তের বাইরে থাকা লোকগুলো সমাজে মেলামেশা করছেন। নিজের অজান্তেই ছড়িয়ে দিচ্ছে প্রাণঘাতি করোনাভাইরাস। তারা অভিযোগ করেন, করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ধর্ণা দিয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন জাহিদুল করিম কচি, মো. কামরুল ইসলাম, মো. ইদ্রিস আলী, জসিম উদ্দীন চৌধুরী, মারুফুল হক চৌধুরী প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন