শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৩৬.৫ ডিগ্রিতে কক্সবাজার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ৯:৪৬ পিএম

চৈত্র মাস পড়েছে তৃতীয় সপ্তাহে। ঋতুর স্বাভাবিক পালাবদলে এখন বয়ে চলেছে খরতাপ। সেই সঙ্গে দিনভর কড়া সূর্য তেজ ছড়াচ্ছে। বিরাজ করছে শুষ্ক আবহাওয়া।
এমনকি আজ সোমবার বঙ্গোপসাগর ঘেরা সৈকত শহর কক্সবাজারে পারদ উঠে গেছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিন্ম তাপমাত্রাও ছিল ২৩.৩ ডিগ্রি। দেশের বেশিরভাগ জেলায় রাতের পারদ ২০ ডিগ্রি ছাড়িয়ে গেছে।
আজ রাতের সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস বলা হয়, ফরিদপুর, সীতাকু-, রাঙ্গামাটি, কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। তা অব্যাহত থাকতে পারে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৭ ডিগ্রি সে.।
ঢাকার পারদ সর্বোচ্চ ৩৪.৬ এবং ২৩.৭ ডিগ্রি সে.।
আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকারই সম্ভাবনা। দিনের তাপমাত্রা অপরিবর্তিত এবং রাতের বেলায় কিছুটা কমতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন