বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনা হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করুন -বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিবৃতিতে আকিজ গ্রæপের করোনাভাইরাস হাসপাতাল নির্মাণে বাঁধা দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বাংলাদেশে কোনো বিশেষায়িত ও সাধারণ হাসপাতাল নেই। এঅবস্থায় ঢাকায় ৩০১ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল তৈরি করছিল দেশের শীর্ষস্থানীয় শীল্পগোষ্ঠী আকিজ গ্রæপ। আকিজের এ উদ্যোগ শুধু সামাজিক দাযিত্ব পালন নয়, বরং দেশবাসির প্রতি ধনীদের যে দায়িত্ব রয়েছে, এ উদ্যোগ তারই প্রতিফলন।

নেতৃদ্বয় বলেন, দেশের বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর উচিৎ করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচতে আরো বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা। অথচ স্থানীয় এক কাউন্সিলর এর বাধার মুখে হাসপাতালের কাজ স্থগিত হয়েগেছে। নেতৃদ্বয় বলেন, একজন কাউন্সিলর কীভাবে জাতীয় দুর্যোগে একটি মহৎ উদ্যোগকে বন্ধ করে দিতে পারে? নেতৃদ্বয় সব বাধা জরুরিভাবে নিরসন করে হাসপাতাল নির্মাণে সার্বিক সহযোগিতা করার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। নেতৃদ্বয় আরো বলেন, করোনা রোগে মৃত্যুবরণকারীকে নিজ এলাকার কবরস্থানে মাটি দিতে বাঁধা দেয়া, অমানবিক ও শরীয়ত বিরোধী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন