শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় আ.লীগ-বিএনপি এক কাতারে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ১২:৩৮ পিএম

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারী রাজনীতির বিভাজনও মুছে দিতে শুরু করেছে।
পাহাড়ের জেলা রাঙামাটিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা একসাথে মানুষের পাশে দাঁড়ানোর নজির সৃষ্টি করেছেন।
সোমবার জেলা শহরের স্বর্ণটিলা এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে দল দুটির নেতারা বলেন, আগে তো মানুষের জীবন, তারপর রাজনীতি।
২০০ পরিবারকে সাত কেজি করে চাল, তিন কেজি করে আলু, আধা কেজি করে ডাল, আধা লিটার করে সয়াবিন তেল, আধা কেজি করে লবণ ও একটি করে মাস্ক দেন রাঙামাটির দুই দলের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, জেলা আওয়ামী লীগের নেতা জাকির হোসেন সেলিম, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল আলম রাশেদসহ স্বর্ণটিলা ও আশপাশের এলাকায় বসবাসকারী নেতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ৩১ মার্চ, ২০২০, ১২:৫৫ পিএম says : 0
Very good sign-- we muslim should unite all the time that's the order of Allah [SWT]
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন