রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফুটবলের পর এবার ভলিবল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ২:৫৬ পিএম

কোয়ারেন্টাইন ভেঙে বন্ধুদের সঙ্গে বিচ ফুটবল খেলে সময় কাটানোর ছবি সামনে আসতে চারিদিকে হইচই,
এবার করোনাভাইরাসকে তোয়াক্কা না করে বন্ধুদের সঙ্গে খেলছেন ভলিবল। গোটা ব্রাজিল জুড়ে নেইমার তাই এখন খলনায়ক। মেসি থেকে রোনালদো, প্রত্যেকে গৃহবন্দি। করোনা থেকে মুক্তি পেতে কেউ প্রকাশ্যে আসছেন না। তাঁরা বিশ্বকে বাঁচানোর আহ্বান জানাচ্ছেন। ব্যতিক্রম নেইমার। পিএসজি স্ট্রাইকার কিছুদিন আগে ফ্রান্স থেকে চলে আসেন ব্রাজিলে। উদ্দেশ্য, নিভৃতে পরিবারের সঙ্গে সময় কাটানো। অথচ ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে, বন্ধুদের ভিড়ে সময় কাটাচ্ছেন ব্রাজিলীয় স্ট্রাইকার। কখনও সানবাথ নিচ্ছেন। কখনও ফুট–ভলিবল খেলছেন।

এই ছবি প্রকাশ্যে আসতে যথারীতি হইচই পড়ে গেছে। প্রত্যেকের বক্তব্য, গোটা বিশ্ব যখন গৃহবন্দি, নেইমার তখন এমন কাজ করেন কী করে? নেইমারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁদের ছবিতে দেখা যাচ্ছে তাঁরা ফটোগ্রাফার। যাঁরা প্যারিস থেকে নেইমারের সঙ্গে এসেছেন। ব্রাজিলের গ্লোবো মিডিয়া গ্রুপে নেইমারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌ছবিতে যাদের দেখা যাচ্ছে তাদের সঙ্গেই কোয়ারেন্টাইনে নেইমার।’‌

এদিকে নেইমারের মতোই করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে ফুটবলের আসর। পূর্ব ইউরোপের বেলারুশে কোনও প্রভাব পড়েনি মারণ ভাইরাসের। সেদেশে দিব্যি চলছে ফুটবল লিগ। ৯৫ লক্ষ মানুষের বাস এই দেশে। আক্রান্ত হয়েছেন অনেকে। তবে এখনও মৃত্যুর খবর নেই। তাই প্রশাসনেরও কোনও হেলদোল নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন