শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

২৪ ঘন্টায় দিনাজপুরে ১০২ জন হোম কোয়ারেনটাইমে

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ৫:০৫ পিএম

করোণা সনাক্তের কোন মেশিন বা কিট নেই দিনাজপুরে। রংপুর বিভাগের দিনাজপুরসহ ৮ জেলার মানুষের করোণা পরীক্ষার মেশিন বসছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আগামী দুই একদিনের মধ্যেই তা দিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত ২৪ ঘন্টায় দিনাজপুরের ১৩ উপজেলায় ১০২ জনকে হোম কয়ারেনটাইমে রাখা হয়েছে। এ পর্যন্ত মোট হোম কয়ারেনটাইমের সংখ্যা হচ্ছে ৫৬৬ জন। এর মধ্যে ২৭৬ জনকে মুক্ত ঘোষনা করা হয়েছে। বর্তমানে জেলায় ২৯০ জন হোম কয়ারেনটাইমে রয়েছে। ২ জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইমে। 

 

24 N›Uvq w`bvRcy‡i 102 Rb †nvg †Kvqv‡ibUvB‡gK‡ivYv mbv‡³i †Kvb †gwkb ev wKU ‡bB w`bvRcy‡i| iscyi wefv‡Mi w`bvRcyimn 8 †Rjvi gvby‡li K‡ivYv cixÿvi †gwkb em‡Q iscyi †gwWK¨vj K‡jR nvmcvZv‡j| AvMvgx `yB GKw`‡bi g‡a¨B Zv w`‡q cixÿv Kvh©µg ïiæ n‡e|w`bvRcyi wmwfj mvR©b Kvh©vj‡qi Z_¨ g‡Z MZ 24 N›Uvq w`bvRcy‡ii 13 Dc‡Rjvq 102 Rb‡K ‡nvg Kqv‡ibUvB‡g ivLv n‡q‡Q| G ch©šÍ †gvU †nvg Kqv‡ibUvB‡gi msL¨v n‡”Q 566 Rb| Gi g‡a¨ 276 Rb‡K gy³ †Nvlbv Kiv n‡q‡Q| eZ©gv‡b †Rjvq 290 Rb †nvg Kqv‡ibUvB‡g i‡q‡Q| 2 Rb i‡q‡Q cÖvwZôvwbK †Kvqv‡ibUvB‡g| 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন