বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে আছে ৬৮৬ জন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ৭:২১ পিএম

করোনা ভাইরাস থেকে সুরক্ষা করতে বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে আছে ৬৮৬ জন। মঙ্গলবার জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাথা হয় ৮ জনকে। এদিকে বগুড়া শহরে মানুষের উপস্থিতি আগের থেকে বেরেছে দিগুণ। ঘর থেকে বের হয়ে পড়া মানুষগুলোর মধ্যে অনেকেরই তেমন কোন প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার বলার পরেও মানুষজন বাহিরে আসছে।
বগুড়া জেলা সিভিল সার্জন এর কার্যালয় থেকে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৮ জনকে। এনিয়ে জেলায় ৯৭৩ জন দাঁড়ালেও এর মধ্যে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে ২৮৭ জনের। স্বাস্থ্য বিভাগ থেকে ২৮৭ জনকেই বিশেষ সনদ প্রদান করা হয়েছে। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬৮৬জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন