বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে মশক নিধন শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

‘মশা কানের কাছে সংগীত চর্চা করছে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উক্তি চট্টগ্রাম নগরীর জন্য শতভাগ প্রযোজ্য। বন্দর নগরীর সর্বত্রই এখন মশার তীব্র দাপট। গতকাল সারা দেশে ভিডিও কনফারেন্সে তিনি ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে এখন থেকে মশার উৎপাত বন্ধে কাজ শুরুর নির্দেশ দেন। একইদিন দৈনিক ইনকিলাবে ‘চট্টগ্রামে করোনার সাথেই ডেঙ্গুর তাড়া’ শীর্ষক একটি প্রতিবেদনও প্রকাশিত হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েই মাঠে নামেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিকেলে দামপাড়া থেকে উদ্বোধন করেন মশক নিধন কার্যক্রম। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে। এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন