মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত সন্দেহে জ্বর–শ্বাসকষ্টের ২ রোগী আইসোলেশনে

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ২:২৬ পিএম

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত সন্দেহে জ্বর–শ্বাসকষ্টের আইসোলেশন রাখা ২ রোগীর নমুনা সংগ্রহ করে আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শ্বাসকষ্টে আক্রান্ত দুই রোগীকে মঙ্গলবার থেকে আইসোলেশনে রাখা হয়। এদের মধ্যে একজনকে সদর হাসপাতালে স্থাপিত আইসোলেশন ইউনিটে এবং আরেকজনকে শহরের একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। দুজনের মধ্যে ৮০ বছরের একজন নারী।

লক্ষ্মীপুর সিভিল সার্জন আবদুল গাফফার বলেন, শ্বাসকষ্ট , জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত দুজনকে আইসোলেশনে রাখা হয়েছে। এ ছাড়া কয়েক দিন আগে একজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন