শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় নেগেটিভ চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ৫:৩১ পিএম

চট্টগ্রামে আইসোলেশনে মৃত্যুবরণকারী ওই মহিলার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। নমুনা পরীক্ষা শেষে বুধবার বিকেলে এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি ইনকিলাবকে বলেন, মঙ্গলবার রাতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হলে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় তাতে কোভিড-১৯ নেগেটিভ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে বিআইটিআইডিতে পাঠানো হয়। ৬০ বছরের ওই নারীর বিদেশ ফেরত বা করোনা আক্রান্ত কারও সংস্পর্শে আসার তথ্যও ছিল না।

তবে তিনি দীর্ঘদিন থেকে জটিল ডায়াবেটিস এবং অ্যাজমা রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য আসলে প্রথমে তাকে চমেক হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। তবে তার জ্বর বা সর্দি ছিল না।

উল্লেখ্য, গত কয়েকদিনে চট্টগ্রামে ৩৩ জনের নমুনা পরীক্ষায় কারও সংক্রমণ পাওয়া যায়নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন