বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর পাশে ফিফা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ৭:৫৯ পিএম

করোনাভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত সারাবিশ্ব। ক্রীড়াঙ্গনও বাদ যায়নি সেখান থেকে। স্থগিত হয়ে গেছে সকল খেলাধুলা। ফলে স্বাভাবিকভাবেই আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছে ফুটবল ক্লাবগুলোও। বাধ্য হয়ে ক্লাবের খেলোয়াড়দের বেতন কাটা হচ্ছে ও কর্মচারীদের ছাটাই করা হচ্ছে।

কিছু কিছু ক্লাব দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এই ভয়াবহ অবস্থায় এগিয়ে আসার সিদ্বান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এক বিবৃতিতে ফিফার পরিচালনা পর্ষদ জানিয়েছে, ‘ফিফার শক্ত আর্থিক ব্যবস্থাপনা রয়েছে। এই কঠিন সময়ে তা থেকে সাহায্য করার দায়িত্ব আমাদের। এই মহামারিতে ফুটবলের ওপর যে আর্থিক প্রভাব পড়েছে সেটি মূল্যায়ন করে বিশ্বজুড়ে ফুটবল কমিউনিটিকে সহযোগিতা করার প্রক্রিয়া হাতে নিয়েছে ফিফা।’

ফিফা আরও জানিয়েছে, ‘আমাদের এখনও ১.৫ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। ছয়টি আঞ্চলিক কনফেডারেশন এবং সদস্য অ্যাসোসিয়েশনসহ পেশাদার, অপেশাদার, তৃণমূল পর্যায়েও এই সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন