বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

২৫ লাখ টাকার অনুদান নিয়ে এগিয়ে এলেন লতাজি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ৯:৪৮ পিএম

ভারতজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যে যার মত সাধ্য দান করছেন। করোনা মোকাবিলায় এগিয়ে আসেন বলিউডের জনপ্রিয় পরিচালকের পাশাপাশি অক্ষয় কুমার, সালমান খান, হৃত্বিক রোশন, কার্তিক আরিয়ান, সারা আলি খান, আলিয়া ভাট, বিকি কৌশল, রাজকুমার রাও-রাও।

এবার এগিয়ে এলেন ভারতের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষের অনুদান দেন লতাজি। এরইমধ্যে প্রধানমন্ত্রীর ফান্ডে ২৫ কোটি অনুদান ঘোষণা করেছেন রামদেব। পাশাপাশি, এই ফান্ডে ৫০০ কোটির অনুদান দিয়েছে রিলায়েন্স ইন্ডাট্রিজ।

জানা গেছে, দু একদিনের মধ্যেই এই টাকা ফান্ডে জমা করবেন লতা মঙ্গেশকর। এ বিষয়ে লতা বলেন, এখন এমন ভয়াবহ পরিস্থিতি যা সবাইকে মিলে মোকাবিলা করতে হবে। আমি দেখছি অনেকেই এগিয়ে আসছেন। আমিও যতটুকু সম্ভব সহযোগিতা করছি। এটা হয়তো সামান্য। তবে সবার সহযোগিতায় একটা বড় ফান্ড গঠন হবে। সেটা দরিদ্র মানুষদের অনেক বেশি কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।

এদিকে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্লয়িজের তহবিলে ৫১ লক্ষের অনুদান দেন চেন্নাই এক্সপ্রেসের পরিচালক। ইন্ডাস্ট্রিতে দৈনিক মজুরিতে যারা কাজ করেন তাদের সাহায্যের জন্যই ওই অর্থ অনুদান দিয়েছেন বলে জানান রোহিত।

অন্যদিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলসহ ৯টি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে অনুদান দেন প্রিয়াঙ্কা চোপড়া। কারিনা কাপুর ও সইফ আলি খানও এগিয়ে আসেন ইউনিসেফসহ আরও ২টি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে অনুদান দিয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন