শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উইম্বলডন বাতিলে হতাশ ফেদেরার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৫:০০ পিএম

উইম্বলডন আর রজার ফেদেরার যেন সমার্থক। রেকর্ড আটবার উইম্বলডন জিতেছেন ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক রজার ফেদেরার। এমনিতেই হাঁটুর অস্ত্রোপচারের জন্য বেশ কিছুদিন কোর্টের বাইরে ছিলেন তিনি। কিন্তু করোনা ধাক্কায় আপাতত বিশ্ব টেনিসের সব টুর্নামেন্ট বন্ধ থাকায় ফিট হওয়ার জন্য অনেকটা সময় পেয়ে যান কিংবদন্তি টেনিস তারকা। তাই অনুশীলনও শুরু করে দিয়েছিলেন ঘরবন্দি ফেডেক্স। কিন্তু প্রস্তুত হচ্ছিলেন এই গ্র্যান্ডস্ল্যামের জন্যই।

তবে করোনাভাইরাসের কারণে টেনিসের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট উইম্বলডন বাতিল হওয়ায় বেশ হতাশ সুইস টেনিস কিংবদন্তি।

অনেকেই ভেবেছিলেন এবার উইম্বলডন জিতে পেশাদারী টেনিস সার্কিট থেকে সরে দাঁড়াবেন রজার ফেদেরার। কিন্তু অলিম্পিক থেকে উইম্বলডন এবার কোনটাই হচ্ছে না। ফলে পরিকল্পনায় ধাক্কা! পরের বছর উইম্বলডন ফেদেরার আবার কী র‌্যাকেট হাতে নামবেন নিজের প্রিয় গ্রাস কোর্টে! সেটা সময়ই বলবে।

যদিও ২৯ জুন থেকে উইম্বলডন শুরু হওয়ার কথা ছিল। উইম্বলডন শুরু হতে অবশ্য এখনও অনেকটা সময় বাকি। তবুও কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাতিল হয়েচিল টেনিসের ঐতিহ্যশালী টুর্নামেন্ট উইম্বলডন। তার পর এই প্রথম ফের বাতিল হল উইম্বলডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন