বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা রোগীদের চিকিৎসা দিয়ে প্রাণ হারানো পাকিস্তানি ডাক্তার পাচ্ছেন সিভিল অ্যাওয়ার্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৫:৪৬ পিএম

করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে প্রাণ হারানো ডাক্তারকে সিভিল অ্যাওয়ার্ড বা বেসামরিক পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। -ডন, ডেইলি পাকিস্তান, ডেইলি জাং
বুধবার দেশটির গিলগিট বালতিস্তানের গভর্নর রাজা জালাল হোসাইন মাকপুনের দেয়া এক বিবৃতিতে বলা হয়, করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে জীবন দেয়া ডা. ওসামা রিয়াজ বেসামরিক পুরস্কারে ভূষিত হবেন।
গিলগিট বালতিস্তান অঞ্চলের তরুণ চিকিৎসক ডা. রিয়াজ প্রথম পাকিস্তানি ডাক্তার, যিনি দায়িত্বরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। গিলগিটে সন্দেহভাজন রোগীদের আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন তিনি।
পাকিস্তান স্বাস্থ্য বিভাগের সিনিয়র চিকিৎসক শাহ জামান বলেন, তিনি দায়িত্বের প্রতি খুবই আন্তরিক ছিলেন। কাজ শেষে অনেক রাতে বাসায় যেতেন। করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে কখনও কোনও অভিযোগ করেননি, কাজের প্রতি আন্তরিক ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ABU NAYEEM ২ এপ্রিল, ২০২০, ৬:০৬ পিএম says : 0
আল্লাহ তায়ালা তাকে শহীদের মর্যাদা দান করুক, আমীন।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন