শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঢাকা হলো এক্সট্র্যাকশন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

মুক্তির অপেক্ষায় থাকা ‘ঢাকা’র নাম পাল্টে দেয়া হয়েছে ‘এক্সট্র্যাকশন।’ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ৩১ মার্চ ‘এক্সট্র্যাকশন’ ছবির পোস্টার প্রকাশ করেছে। পোস্টারে থরখ্যাত হলিউড তারকা ক্রিস হেমসওর্থের নতুন একটি ছবি দেখা গেছে। পোস্টারে লেখা আছে, ২৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে পাওয়া যাবে ছবিটি।এর আগে গতমাসে ছবির ফার্স্টলুক প্রকাশ করেছে ইউএসএ টুডে। ফার্স্টলুক প্রকাশের পর ছবির নির্মাতা স্যাম হারগ্রেভ জানান, ক্রিস হেমসওয়ার্থের গø্যামার লুকানোর জন্য তার পুরো গায়ে মাটি, রক্তের দাগ মাখানো হয়েছে। মুখ ভরা দাড়ি রাখা হয়েছে। কিন্তু তাতে যেন আরও বেশি ‘হ্যান্ডসাম’ দেখা গেছে হেমসওয়ার্থকে। এই ছবিতে ‘টাইলার রেক’ চরিত্রে অভিনয় করেছেন হেমসওর্থ। বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছে ছবির কাহিনী। মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে অপহরণ করে ঢাকায় আটকে রাখে বাংলাদেশের এক গ্যাংস্টার। সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে আনা হয় একজন মার্সেনারি ক্রিস হেমসওর্থকে। চলে একের পর এক অভিযান। হলিউডের সবচেয়ে দাপুটে ভাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো ছবিটি প্রযোজনা করেছেন। ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও অভিনয় করেছেন হলিউডর ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকা। এছাড়া বলিউড থেকেও দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদার মতো অভিনেতাদের। ‘ঢাকা’ সিনেমার শুটিং এর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর জানা যায় ভারতের আহমেদাবাদ এবং থাইল্যান্ডের ব্যাংকক শহরে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। শুটিং এর জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও। ‘ঢাকা’ ছবির বেশ কিছু দৃশ্য বাংলাদেশেও ধারণ করা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন