শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বাদশার বিরুদ্ধে গান নকলের অভিযোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

র‌্যাপ গায়ক বাদশা’র ‘গেন্দা ফুল’ গানটি রিলিজ হবার পর থেকেই তার বিরুদ্ধে নকলের অভিযোগ এনে নেটিজেনরা সোচ্চার হয়ে ওঠে। এই পরিপ্রেক্ষিতে গায়ক জানিয়েছেন তিনি মূল গীতিকারে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ‘গেন্দা ফুল’ বাংলা জনপ্রিয় গান ‘বড়লোকের বিটি লো’র রিমিক্স ছাড়া আর কিছু নয়। ১৯৭২ সালে রতন কাহারের লেখা বাংলা লোকগানটি গেয়েছিলেন স্বপ্না চক্রবর্তী; ১৯৭৬ সালে গানটি রেকর্ড হয়। গানটির সঙ্গে র‌্যাপ কথা মিলিয়ে বাদশাহ গানটি রেকর্ড করেন স¤প্রতি। জ্যাকলিন ফার্নান্দেজের পারফর্মেন্সে মিউজিক ভিডিওর এক সপ্তাহে সাড়ে সাত কোটির বেশি ভিউ হয়েছে। আদিত্য প্রতীক সিং ওরফে বাদশা জানিয়েছেন তিনি কাহারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু করোনাভাইরাসের কারণে ভারতব্যাপী লকডাউনের কারণে তিনি ব্যর্থ হয়েছেন। বাদশা টুইট করেছেন : গানটি রিলিজ পাবার কয়েক দিন পর থেকেই আমি জানতে পারি গানের বাংলা অংশ ‘বড়লোকের বিটি লো’ শ্রী রতন কাহার লিখেছেন।” অভিযোগকারীরা জানায় বাদশা মূল গায়িকা বা গীতিকারকে তার গানে কোনও কৃতিত্ব দেননি। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে বাদশা লিখেছেন : “গানটি রিলিজ করার আগে মূল গানটির কপিরাইট খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও মি. রতন কাহারকে গীতিকার হিসেবে কৃতিত্ব দেয়া হয়নি যা তথ্য পেয়েছি তাতে এটি একটি ঐতিহ্যবাহী লোকগান হিসেবেই জানা গেছে।” এদিকে জানা গেছে রতন কাহার পশ্চিম বঙ্গের বীরভূমের সিউড়িতে চরম দারিদ্র্যে দিনাতিপাত করছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন