শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দেড় মাসের শিশুর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেড় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। রাজ্যটির গভর্নর নেড লেমন্ট এই খবর নিশ্চিত করেছেন। লেমন্ট বলেন, নভেল করোনাভাইরাসের জন্য সৃষ্টি হওয়া জটিলতায় ওই শিশুর মৃত্যু হয়েছে। এটাই রাজ্যটিতে প্রথম কোনও শিশু মৃত্যুর ঘটনা। বুধবার এক টুইট বার্তায় তিনি বলেন, কোনও দয়ামায়া ছাড়াই আমাদের সবচেয়ে দুর্বলদের আক্রমণ করছে এই ভাইরাস। এ কারণে ঘরে থাকা এবং কম মানুষের সংস্পর্শে আসা কতটা জরুরি তা ফুটে উঠেছে। এর ওপর আপনার এবং অন্যের বাঁচা-মরা নির্ভর করছে। এই কঠিন সময় শোক সন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা করি। গভর্নর বলেন, পরীক্ষায় ওই শিশুর শরীরের করোনাভাইরাস ধরা পড়ে এবং তাদের বিশ্বাস এখন পর্যন্ত করোনায় মারা যাওয়াদের মধ্যে ওই শিশুই সবচেয়ে কমবয়সী। ইনডিপেন্ডেন্ট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন