বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে পুলিশ সুপার জিল্লুর রহমানের (অব:) মৃত্যু

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে বেনাপোলের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত পুলিশ সুপার জিল্লুর রহমান (৭০) মৃত্যুবরণ করেছেন। গত বুধবার বাংলাদেশ সময় রাত ৯ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জিল্লুর রহমান বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও ৩নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মমিন উদ্দিনের বড় ছেলে। তিনি বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহতের ভাই ডা: পম্পে রহমান জানান, গত কয়দিন আগে জ্বর-কাশি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে ভর্তি হন জিল্লুর রহমান। পরে করোনার সংক্রমণ ধরা পড়লে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তরা মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি ২০০৮ সালে চাকরী থেকে অবসর গ্রহন করে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে বসবাস করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন