শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘কেহ পার, কারো খালি হাত’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

কেহ পার (পাচ্ছে), আর কারও খালি হাত। সরকার কী দিচ্ছে? রাস্তাঘাটে দেখছি আল্লাহওয়ালারা দান, সদকা করছেন। শুধু ডাল, চাল দিয়ে বা কী হয়। চাল রান্না করে খাওয়ার জন্য তো তেল, মসলা, তরকারিও লাগে। এভাবে ক্ষোভের সাথে নিজের অভিজ্ঞতা জানালেন রিকশাচালক আবদুল করিম। নোয়াখালীর সেনবাগের বাসিন্দা মধ্যবয়সী এ রিকশাচালকের সাথে গতকাল বৃহস্পতিবার বিকেলে কথা হয় নগরীর লাভলেইনের মুখে। স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে বাকলিয়া বৌবাজারের বস্তিতে থাকেন তিনি। করোনা সংক্রমণ ঠেকাতে অঘোষিত লকডাউনে লাখ লাখ খেটে খাওয়া মানুষের মত তিনিও প্রায় কাজ-কর্মহীন। সংসার চালাতে প্রতিদিন রিকশা নিয়ে বের হন। তবে আয় আগের তুলনায় নেমে এসেছে তিনভাগের একভাগে। নগরীতে গত কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে। কী পেয়েছেন প্রশ্ন করতেই ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন