শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুমিল্লায় এমপি সীমার বডিগার্ড আহত

ভ্রাম্যমাণ সংবাদাতা : | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

কুমিল্লা নগরীর টমছম ব্রিজে এক সন্ত্রাসী হামলায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমার বডিগার্ড সিহাব আবেদীন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ২৫ থেকে ৩০ বছর বয়সী ৩ জন সন্ত্রাসী রড নিয়ে কুমিল্লা টমছমব্রিজস্থ সেন্ট্রাল হসপিটালের তৃতীয় তলার মেসে গিয়ে এমপি সীমার ব্যক্তিগত বডিগার্ড শিহাব আবেদীন (৩৫)কে মেরে গুরুতর জখম করে। পরে তিন জন সন্ত্রাসী সিঁড়ি দিয়ে নেমে চলে আসার সময় তাকেও গুলি করার হুমকি দেয়।

এদিকে বডিগার্ড আহত হওয়ার কথা শুনার সাথে সাথে ঘটনাস্থলে এসে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এখন আহত সিহাবকে নিয়ে হাসপাতালে আছি। কি কারণে সন্ত্রাসীরা তার ওপর হামলা করেছে তার সাথে কথা না বলে এই মুহূর্তে বলতে পারব না। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল বলেন, ঘটনাস্থলে যাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন