শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

১০ জনকে জিজ্ঞাসাবাদ

যশোরে আল আমিন হত্যা

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

যশোর শহরের খড়কি এলাকায় গত বুধবার রাতে হামলা চালিয়ে বড় আলআমিন (২৭) নামে এক বালি ব্যবসায়ী হত্যা ও দুইজনকে আহত করার ঘটনায় ১০জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আহত সাহেব আলী (৪৫) ও ছোট আলআমিন (২২) এর অবস্থা শঙ্কামুক্ত। হত্যাকান্ড শিকার বড় আলআমিন গভীররাতে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।হাসপাতালে চিকিৎসাধীন আহত সাহেব আলি জানান, খড়কী এলাকার জামাল, হিরা, অনু ও তাদের লোকজনের সাথে বড় আল আমিনের পূর্ব বিরোধ ছিলো। বুধবার রাতে বাড়ি ফেরার পথে ওই বিরোধের জের ধরে বড় আলামিনের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় আল আমিনকে বাঁচাতে গিয়ে ছোট আল আমিন ও সাহেব আলী আহত হন।

যশোর কোতয়ালি মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই মাহবুব জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পিতা আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেছেন। কোতয়ালি মডেল থানার পুলিশ খড়কী এলাকার ১০জনকে আটক করে জিজ্ঞাসাবদ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন