বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টিসিবির ৩ ডিলারকে জরিমানা

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

ঝালকাঠিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খাদ্যসামগ্রী কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুদ করায় ৩ ডিলারকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ব্যবসায়ীর ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আহমেদ হাসান ও তাজবীর হোসাইন গত বুধবার রাতে এ জরিমানা করেন। এদের মধ্যে রুবেল ট্রেডার্সকে ৫ হাজার, মনোজ ট্রেডার্সকে ২০ হাজার ও সুমন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত মালামাল মজুদ করায় রুবেল ট্রেডার্সের ডিলারশিপ বাতিল করার সুপারিশ করেছে জেলা প্রশাসক।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান জানান, একাধিকবার নিষেধ করার পরও নির্ধারিত সময়ের মধ্যে টিসিবির খাদ্যসামগ্রী তেল, ডাল ও চিনি বিক্রি না করে কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুদ করায় ডিলারদের জরিমানা করা হয়। এরপরেও যদি তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Md. Shahrirar ১১ এপ্রিল, ২০২০, ৫:৫৯ পিএম says : 0
সিলেট সিটি করপোরেশন এলাকায় এ ধরনের দু এক জন প্রতারক আছে যারা টি,সি,বি র ডাল চিনি কালো বাজারে বিক্রি করছে প্রতিনিয়ত। তাদের ব্যাপারে আমি কাদের কাছে অভিযোগ জানালে ওরা ধরা পড়তে পারে?
Total Reply(0)
Md. Shahrirar ১১ এপ্রিল, ২০২০, ৫:৫৯ পিএম says : 0
সিলেট সিটি করপোরেশন এলাকায় এ ধরনের দু এক জন প্রতারক আছে যারা টি,সি,বি র ডাল চিনি কালো বাজারে বিক্রি করছে প্রতিনিয়ত। তাদের ব্যাপারে আমি কাদের কাছে অভিযোগ জানালে ওরা ধরা পড়তে পারে?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন