শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘ডাক্তাররা রোগী দেখবেন না, এটা হতে পারে না’

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি- অনেক হাসপাতালে রোগী চিকিৎসা নিতে গিয়ে ভর্তি হতে পারছে না, ডাক্তাররা তাদের ঠিকমত দেখছেন না এটা অত্যন্ত দুঃখজনক। তিনি চিকিৎকদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসা মহান পেশা এটা সেবামূলক পেশা। আপনাদের মানবতা নিয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি কে করোনা রোগে আক্রান্ত আর আক্রান্ত নয় সেটাও শনাক্ত করার দায়িত্ব আপনাদের। রোগীকে হাসপাতালে ভর্তি করবেন না, রোগী দেখবেন না এ ধরণের অমানবিক বিষয় মেনে নেয়া যায়না, যা অত্যন্ত দুঃখজনক। আজ বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক জরুরি সভায় যোগ দেয়ার আগে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ ডাক্তারদের উদ্দ্যেশে এসব কথা বলেন। পরে প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফ ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক জরুরি সভায়’ যোগ দেন। জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন