বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৩২৮, মৃত ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:২১ পিএম

ভারতে গতকাল বৃহস্পতিবার ৩২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন কমপক্ষে ১২ জন। আজ শুক্রবার এই পরিসংখ্যান দিয়ে দ্য হিন্দু জানায়, এক সপ্তাহের ব্যবধানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার ৬৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৩ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫৫ জন। তবে রাজ্যগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪০০ জন ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে।

এদিকে করোনা মহামারির মধ্যে ভারতের জন্য ১০০ কোটি ডলারের জরুরি তহবিল অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। জনস হপকিন্স ইউনিভার্সিটির সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১০ লাখ ১৪ হাজার ৬৭৩ জন। মৃতের সংখ্যা ৫৩ হাজার ৩০ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ১০ হাজার ৫৭৯ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন