বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেট করোনা সর্তকতা: জুম’আয় আগত মুসল্লিদের পায়ে জীবাণুনাশক স্প্রে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৩:১৭ পিএম

জুম’আর নামাজে মুসল্লিদের সমাগম খুব একটা কম ছিলো না, সিলেট নগর ও শহরতলি গ্রামীণ মসজিদগুলোতে। শুক্রবার (৩ এপ্রিল) গত শুক্রবারের মতোই মসজিদে আসেন মুসল্লিরা। প্রশাসনের পরামর্শ অনুযায়ী জুম’আর ফরজ নামাজের আগের ও পরের সুন্নত নামাজ ঘরেই আদায় করে নিয়েছেন বেশিরভাগ মুসল্লি। কেবল খুতবা ও ফরজ নামাজের সময়টুকুই মসজিদে ছিলেন তারা। এদিকে, শাহজালাল দরগাহ মাজার মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন ধরে মুসলি¬দের ঢুকতে দেখা গেছে মুসলি¬দের। এসময় তাদের পায়ে জীবাণানাশক ওষুধ স্প্রে করা হয়। এছাড়াও মুসলি¬রা অনেকেই ঘর থেকে অজু সেরে জায়নামাজ নিয়ে ও মাস্ক পরে মসজিদে যান এবং কিছুটা দূরত্ব বজায় রেখে নামাজে দাঁড়ান। নগর এবং শহরতলির বেশ কয়েকটি মসজিদের চিত্র ছিলো এমন। তবে গ্রামাঞ্চলের মসজিদগুলোতে মুসল্লি¬ সমাগম স্বাভাবিক ছিলো । জুম’আর ফরজ নামাজ শেষে সিলেটের মসজিদগুলোতে ইমামের পরিচালনায় মুনাজাতের মধ্য দিয়ে অশ্রুসিক্ত নয়ণে স্রষ্টার কাছে প্রার্থনা করেন মুসলি¬রা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন