বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পটুয়াখালীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে নিহত ১, আহত ৩ ,গ্রেফতার ১

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৩:২১ পিএম

আজ দুপুর আনুমানিক সাড়ে ১১ টার দিকে দিকে পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়েনের দক্ষির বড়বিঘাই গ্রামে প্রতিপক্ষের দায়ের আঘাতে হাসান প্যাদা(২৮) পিতা, ফরিদ প্যাদা নিহত হয়েছেন,এসময় আরো আহত হয়েছেনে ফরিদ প্যাদা,সোহাগ প্যাদা ,রাসেল প্যাদা। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ছালাম গাজীকেগ্রেফতার করতে সক্ষম হয়েছে ।

পটুয়াখালী সদর থানার ওসি(তদন্ত) মো: হুমায়ুন কবির এবং নিহত হাসান প্যাদার খালাতো ভাই মো: সেলিম জানান,জমি জমা নিয়ে ফরিদ প্যাদার গং এর সাথে পাশ্ববর্তী লেদু গাজী গং দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল।সম্প্রতি কয়েকদফা সালিশও হয় উভয় পক্ষের মধ্যে ।সালিশের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে হাসান প্যাদা তার বংশের কয়েকজনকে নিয়ে মাটিকেটে বিরোধীয় রাস্তায় দিতে থাকে ।খবর পেয়ে লেদু গাজীর পরিবারের গাজী বাড়ীর জলিল গাজী,সুজন গাজী,ছালাম গাজী,আজগর গাজী সহ ১০ -১২ জন লোক লাঠিসোটা,দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনা স্থলে হাজির হয়ে মাটিকাটায় বাধা দিলে,উভয় পক্ষের মধ্যে কথাকাটি ,হাতাহাতি হয়। পরবর্তীতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে গেলে সুজনগাজী সহ তিনচারজন আচমকা হাসানের উপর দা দিয়ে হামলা চালিয়ে রক্তাত্ত জখম করে।এ সময় হাসানের মাথায় দায়ের আঘাতে গুরতর জখম হয়। পরবর্তিতে হাসানকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতর্বরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে অভিযান চালিয়ে পাশ্ববর্তী শিকাবুনিয়া গ্রাম থেকে ছালাম গাজীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে । পুলিশ জানায় অভিযান চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন