মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালের গৌরনদীতে শ্বাসকষ্টে দিনমজুরের মৃত্যু : ২ মহল্লা লকডাউন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৪:২৪ পিএম

আজ শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের উত্তর বিল্বগ্রাম গ্রামের কাগজী কান্দি ও সালেহবাগ মহল্লা 'লকডাউন' করা হয়েছে। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু আজ শুক্রবার বেলা ১১টার দিকে মহল্লা দুটিকে 'লকডাউন' ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সালেহবাগ মহল্লার মরহুম মহব্বত আলী ফকিরের ছেলে দিনমজুর মো. হাসান ফকির (৫০) গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শ্বাসকষ্টে মারা যান। তার মৃত্যুর খবর জানাজানি হলে এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ শনাক্ত ও মহল্লাটি লকডাউন করার দাবি জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, 'স্থানীয় আতঙ্কিত লোকজনের চাপের মুখে আজ শুক্রবার বেলা ১১টার দিকে আমি ওই গ্রামের দুটি মহল্লাকে লকডাউন ঘোষণা করেছি। তবে যতটুকু জেনেছি তাতে আমার মনে হচ্ছে, ওই ব্যক্তি করোনাভাইরাসের সংক্রমণে মারা যাননি। শুনেছি, ছোটবেলা থেকেই তিনি অ্যাজমাজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন। পাশাপাশি তিনি যক্ষ্মায়ও আক্রান্ত ছিলেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের সহয়তায় তিনি যক্ষ্মার চিকিৎসাও করিয়েছেন। তারপরও এলাকাবাসী বলে আসছে- সম্প্রতি ঢাকা থেকে ওই বাড়িতে বেশ কয়েকজন কর্মজীবী লোক এসেছে। তাদের মাধ্যমে করেনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ কারণে তার বাড়ি সংলগ্ন কাগজী কান্দি ও সালেহবাগ মহল্লা দুটিকে লকডাউন করা হয়েছে।'

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাজেদুল হক কাওছার বলেন, 'করোনার বিষয়টি গুজব। ওই ব্যক্তি ছোটবেলা থেকেই অ্যাজমাজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন। আমাদের ধারণা-করোনা নয়, অ্যাজমাজনিত শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে। এরপরও এলাকাবাসীর দাবির মুখে আমরা তার লাশ থেকে নমুনা সংগ্রহ করে এনেছি। টেস্টের জন্য এখন তা ঢাকায় পাঠানো হবে। ঢাকা থেকে রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন