মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশ সফর নিয়ে শঙ্কিত নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৪:৪১ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে স্থগিত বা বাতিল হচ্ছে একের পর এক ক্রিকেট সিরিজ। সেই তালিকায় যুক্ত হতে পারে আগামী আগস্ট মাসে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরও। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিউজিল্যান্ড ক্রিকেট কাউন্সিলের (এনজেডসি) প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ড সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের। কিন্তু এনজেডসির প্রধান নির্বাহীর কথায় শঙ্কা তৈরি হল কিউইদের বাংলাদেশ সফর নিয়ে। ডেভিড হোয়াইট বলেন, ‘নিউজিল্যান্ডের ইউরোপ সফর (আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ড), ওয়েস্ট ইন্ডিজ সফর সূচি অনুযায়ী হওয়ার সম্ভাবনা কম। আগস্টে বাংলাদেশ সফরও সঠিক সময়ে হবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে।’

‘এটা সত্যি যে, বর্তমান পরিস্থিতি ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্তদের জন্য সুখকর নয়। কিন্তু এসব কিছু ছাপিয়ে গেছে সারা বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস। আমরা শুধু নিজেদের কথা ভাবছি না। পুরো বিশ্বের মানুষের সুরক্ষার বিষয়টি চিন্তা করতে হবে। পরিস্থিতির উন্নতি হওয়ার পর কিভাবে সবকিছু সামলে নেয়া যায় আমরা সেই পরিকল্পনা করছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন