শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘করোনার পর যে ফুটবল ফিরবে, তা সম্পূর্ণ ভিন্ন হবে’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৭:১৬ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপে সারাবিশ্ব এখন লকডাউন। বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানাসহ ‍ফুটবলও। দর্শকদের রাত জেগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখাটা এখন শুধুই অতীত। ঠিক কবে নাগাদ আবার আগের অবস্থানে আসবে বিশ্ব? এ প্রশ্নে উত্তর খুঁজে পাওয়া এ মুহুর্তে অনুমান করাও সম্ভব নয়। তবে যখনই ফিরুক, করোনার প্রভাবে বদলে যাবে তার দৃশ্যপট, এমনটাই মনে করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ইতালিয়ান সংবাদ সংস্থা এএনএসএ-র সঙ্গে এক সাক্ষাৎকারে করোনা ভাইরাস পরবর্তী সময়ে ফুটবলের চেহারা পালটে যাবে বলে মত দিয়েছেন ইনফান্তিনো, ‘ফুটবল ফিরে আসবে। এই দুঃস্বপ্ন কাটিয়ে ফুটবলের ফেরা তখন আমরা উদযাপন করব। তবে এই সময়টাতে আমার এবং আপনাদের জন্য একটা শিক্ষা রয়েছে, করোনার পর যে ফুটবল ফিরবে, তা সম্পূর্ণ ভিন্ন হবে। সেই ফুটবল হবে সর্বব্যাপী, আরও সামাজিক, আরও সহযোগিতা মূলক, দেশগুলোর মধ্যকার ফুটবলীয় সম্পর্ক বাড়বে তখন, বৈশ্বিক ক্রীড়া হিসেবে ফুটবল হবে আরও সমৃদ্ধ, রুক্ষতা পেছনে ঠেলে ফুটবল হবে আরও সৌহার্দ্যপূর্ণ।আমরা নিজেদের তখন আরও ভালোভাবে গড়ে তুলব, আরও বেশি মানবিক হব এবং মূল্যবোধ সম্পর্কে সচেতন হব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন