শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে একদিনে সহস্রাধিক মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা প্রায় ছয় হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬৯ জনের। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় এখন শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৫ হাজার ৯১১। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। এখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬২ জনের। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা গেছে, একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ash ৪ এপ্রিল, ২০২০, ৫:৪৩ এএম says : 0
IF U SHOOT THE WALL ! ITS CAN BE HIT BACK TO U
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন