বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এজবাস্টনে হচ্ছে ‘টেস্ট’!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

নভেল করোনাভাইরাসে নাজেহাল পুরো পৃথিবী। একরকম থমকে আছে জীবন। তবে এই মহামারীর বিরুদ্ধে লড়াই থেমে নেই। সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছে সবাই। এজবাস্টন স্টেডিয়ামটি জাতীয় স্বাস্থ্য সংস্থাকে (এনএইচএস) ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল ওয়ারউইকশায়ার।

কভিড-১৯ রোগের টেস্ট সেন্টার হিসেবে স্টেডিয়ামটি ব্যবহার করবে এনএইচএস কর্মীরা। আগামী কয়েকদিনের মধ্যে কাজ শুরু করা হবে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এজবাস্টন ব্যবহৃত হবে টেস্ট সেন্টার হিসেবে।

বিশ্বজুড়ে এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছে স্বাস্থ্যকর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে তারা। এই অবদানের স্বীকৃতি হিসেবে এনএইচএস কর্মীদের ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টের আগামী আসর দেখা ফ্রি করে দেওয়ার পরিকল্পনা করছে ওয়ারউইকশায়ার।

আগামী ২৯ মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ইংল্যান্ডের সব ধরনের ক্রিকেট। কঠিন এই সময়ে সহায়তার জন্য কিছু একটা করতে চায় ওয়ারউইকশায়ার। স্টেডিয়ামটি টেস্ট সেন্টার হিসেবে ব্যবহারের কাজে লাগাতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছে।
এখন পর্যন্ত ইংল্যান্ডে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ৩৩ হাজারের বেশি, প্রাণ হারিয়েছে ৩ হাজারের কাছাকাছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন