বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লায় দুবাড়ি লকডাউন

১ ব্যক্তির নমুনা সংগ্রহ

ভ্রাম্যমাণ সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

কুমিল্লার হোমনা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুই ব্যক্তির দুটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। উপজেলার ঝগড়ার চর ও খোদেদাইদপুর গ্রামের ওই বাড়ি দুটি লকডাউন করে সেখানে মানুষের চলাচলে নিষেধাজ্ঞা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়।
নমুনা সংগ্রহের পর সন্দেহভাজন একজনকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সন্দেহভাজনদের নমুনা সংগ্রহের পর ডাক্তারদের ব্যবহৃত পিপিই ও বসার আসনটি আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানান, করোনা আক্রান্ত সন্দেহভাজন একজন গত চারদিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন। তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। অপর ব্যক্তি পেশায় আইনজীবী। তাদের দুজনেরই সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথা রয়েছে, যা করোনার উপসর্গ।
সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে সরকারি রোগতত্ত¡, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন