বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ত্রাণ বিতরণ অব্যাহত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

সারা দেশে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল পবিত্র জুমার দিনের সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, আ.লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তবে কয়েকটি স্থানে সমন্বয়ের অভাব দেখা গিয়েছে। আমাদের ব্যুরো ও সংবাদদাতাদেরে পাঠানো তথ্যে বিস্তারিত :
চট্টগ্রাম : দান-সাদকার ঐতিহ্যের নগরী চট্টগ্রামে গতকাল পবিত্র জুমার দিনে দানশীল ধনাঢ্য ব্যক্তিবর্গ উদার মনে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ প্রসঙ্গে ‘আলহাজ মোস্তফা হাকিম ফাউন্ডেশনের’ নির্বাহী পরিচালক সাবেক সিটি মেয়র এম মনজুর আলম ইনকিলাবকে বলেন, হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি শুরু থেকেই। সিটি কর্পোরেশন, জেলা এবং পুলিশ প্রশাসনের উদ্যোগেও গতকাল ত্রাণ সামগ্রী বিরতণ করা হয়। তবে সমন্বয় না আসায় অনেকে বঞ্চিত হচ্ছে। কোন এলাকায় একাধিকবার ত্রাণ দেওয়া হচ্ছে। আবার কোথায় একবারে ত্রাণ দেওয়া হয়নি। বিশেষ করে নিম্ন মধ্যবিত্তরা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
খুলনা : দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন খুলনার মেয়ে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। সালমা নিম্ন আয়ের ৬০টি পরিবারের মধ্যে এক সপ্তাহের খাবার বিতরণ করেন।
ময়মনসিংহ : ময়মনসিংহে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জিলা মোটর মালিক সমিতির মহাসচিব ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম।
নরসিংদী : প্রতিভা মাল্টি এডুকেশ ফাউন্ডেশনের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করেন আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, প্রতিভা মাল্টি এডুকেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: নাছির উদ্দিন ভূইয়া।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলায় ত্রাণ বিতরণ করেন এম খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খান।
শেরপুর : শেরপুরে বিভিন্ন স্থানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ত্রাণ সামগ্রী পৌছে দেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নুরুল আমীন, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সহসভাপতি অধ্যক্ষ মাও. আব্দুল হালিম মিয়া, আলহাজ্ব মাও. অধ্যক্ষ ফজলুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রেজ্জাক, সাধারণ সম্পাদক মাও. শরাফত আলী।
কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা জানান, ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল রামানন্দ সরকার, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত আশিকুজ্জামান প্রমুখ।
ধামরাই (ঢাকা) : ধামরাই প্রেসক্লাবের মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাফস দিলেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটেভস (এসডিআই)।
বালিয়াকান্দি (রাজবাড়ী) : বালিয়াকান্দি উপজেলার ভিক্ষুকদের খাবার পৌছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম।
গফরগাঁও : গফরগাঁও উপজেলায় ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমান। এছাড়া উপজেলা সদরে ত্রাণ বিতরণ করেন গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের গফরগাঁও উপজেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আতিকুল্লাহ ।
গোয়ালন্দ(রাজবাড়ী) : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা ও হিজরাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান পিপিএম।
কলাপাড়া(পটুয়াখালী) : ত্রাণ বিতরণ করেন কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
কাপ্তাই(রাঙ্গামাটি)উপজেলা সংবাদদাতা জানান, কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সববায় সমিতি ত্রাণ সমগ্রী বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল।
লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে খাবার বিতরণ করেছে বেসরকারী সংস্থা আভা ডেভেলপমেন্ট সোসাইটি।
মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় পিরোজপুর ৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রুহুল আমিন দুলালের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়।
নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম।
সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা জানান, ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে ভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে করা হয়েছে বলে জানান, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা।
শিবচর( মাদারীপুর) সংবাদদাতা জানান, শিবচরে পিপিই ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন