বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনায় মৃতদের স্মরণে চীনে শোকসভা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৬:৪৪ পিএম

পতাকা অর্ধনমিত রেখে করোনায় মারা যাওয়া কয়েক হাজার নাগরিকের জন্য শনিবার জাতীয় শোক দিবসটি পালন করেছে চীন। শোক জানাতে বিশাল জনসমাগম হয় উহানে। আর সকল প্রকার বিনোদন স্থগিত করা হয়। -রয়টার্স, সিএনবিসি, সাউথ চাইনা মর্নিং পোস্ট

বেইজিংয়ের ঝোংনানহাইতে প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যান্য চীনা নেতারা জাতীয় পতাকার সামনে নীরবে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তাদের কালো পোশাকের উপর বুকে পিন দিয়ে আটকানো থাকে সাদা ফুল।

বেইজিংয়ের স্থানীয় সময় সকাল দশটায় চিকিৎসক কর্মী ও চিকিৎসকসহ যারা মারা গেছেন তাদের প্রতি শোক জানাতে তিন মিনিট নীরবতা পালন করেন এসময় গাড়ি, ট্রেন এবং জাহাজগুলো থেকে হর্ণ বাজানো হয় এবং বিমান হামলার সাইরেনগুলোও সংকেত দেয়

শোকদিবসটিতে চীনের কিংমিং সমাধিসৌধে চীনা পরিবার তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানায়

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত ডিসেম্বর মাসে হুবেই প্রদেশে করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ৩২৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৬৩৯ জন

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন