বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিল্ডিংয়ের ছাদে বিস্ফোরণে এক শিশু আহত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৭:৫২ পিএম | আপডেট : ৭:৫২ পিএম, ৪ এপ্রিল, ২০২০

হাটহাজারী পৌরসভার বাসষ্টেশনস্থ আলিফ হসপিটালের পার্শ্বে একটি লাল বিল্ডিং এর ছাদে বিকট শব্দে বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকান্ডে তাহসান(৮)নামে এক শিশু গুরুতর দগ্ধ হয়েছে।শনিবার(৪ এপ্রিল)বেলা সাড়ে ১১ টায় বিল্ডিং সংলগ্ন ৩৩ হাজার ভোল্টের তারের পাশে একটি বল কুঁড়াতে গিয়ে শিশুটি এই দুর্ঘটনার শিকার হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিয়ট আগুন নিয়ন্ত্রণে আনে।আহত শিশুকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে চরম ঝুঁকিপূর্ণ এ বিল্ডিং মালিক করিম সিকদার কৌশলে গা দিয়েছে। এর আগে একই ঘটনাই একজন নিহত ৪ জন ৩৩ হাজার ভোল্টের তারের সাথে লেগে আহত হয়।
স্থানীয়রা ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও ভবনটি সিলগালা করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা জাকের হোসেন জানান তিনতলা বিল্ডিংটির পাশে ৩৩ হাজার ভোল্টের লাইন এতে করে ভবনটি অত্যন্ত ঝুঁকিপুর্ন।সে কারনে বার বার এ ভবনে দৃর্ঘটনা ঘটছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন