বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কৈলাশ খেরের ভারচুয়াল কনসার্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

করোনা ভাইরাস মহামারীতে ঘরবন্দী মানুষের একঘেয়েমি এবং এই জীবাণুর কারণে ‘ছড়িয়ে পড়া আঁধার কাটাবার’ লক্ষ্যে ভারতের গায়ক-সঙ্গীত পরিচালক কৈলাশ খের তার নিবাস থেকে ‘প্রকাশ আলোকন’ শীর্ষক এক ভারচুয়াল কনসার্টে গান গাইবেন ৫ এপ্রিল। একই দিন সন্ধ্যা ৯টা থেকে সারা ভারতে ৯ মিনিট আলো জ্বালিয়ে কোভিড-১৯-এর দ্বারা সৃষ্ট আঁধার দূর করার জন্য অনুরোধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদির আকাক্সক্ষার প্রতিধ্বনি করে কৈলাশ বলেন : যদিও আমরা আমাদের বাড়িতে আছি, আমরা একা নই। ভারতের ১৩০ কোটি মানুষ এই লকডাউনের সময়টাতে একতাবদ্ধ আছে। ‘প্রকাশ আলোকন’ সঙ্গীতের মাধ্যমে আমার বিনম্র প্রয়াস।” ৫ এপ্রিল ভারতীয় সময় ৯টা ১০ থেকে কৈলাশ খের আধা ঘণ্টার জন্য লাইভ পারফর্ম করবেন। একাধিক ডিজিটাল প্লাটফর্ম তার ‘প্রকাশ আলোকন’ উদ্যোগকে স্ট্রিম করার আগ্রহ প্রকাশ করেছে। বিডট লাইভের সুকৃতি সিং বলেছেন : “এই উদ্যোগটি একাধিক ওটিটি (ওভার দ্য টপ) প্লেয়ার থেকে সাড়া পেয়েছে- আমরা আশা করছি আরও অনেকে এতে যোগ দেবে। এমনকি ই-কমার্স সাইট ফ্লিপকার্টও তাদের ভিডিও প্লাটফর্মের মাধ্যমে ‘প্রকাশ আলোকন’ স্ট্রিম করার আগ্রহ প্রকাশ করেছে।” ফেসবুক লাইভ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এই উদ্যোগ লাইভ দেখান হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন