বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কায় ভারত

লকডাউন চলতে পারে সেপ্টেম্বর পর্যন্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। গত ২৪ মার্চ লকডাউন ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ছিল দশম দিন। ওয়ার্ল্ডওমিটার্স ডট ইনফোর তথ্য মতে ভারতে এ ভাইরাসে মোট মারা গেছে ৭২ জন। মোট আক্রান্ত ২,৫৬৭ জন। এর মধ্যে নতুন আক্রান্ত ২৪ জন। তবে নতুন কোনো মৃত্যু নেই। মার্কিন সংস্থা বোস্টন কনসাল্টিং গ্রুপের এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ভারতে লকডাউন চলতে পারে। কীসের ভিত্তিতে এ কথা বলে সংস্থাটি? লকডাউনে চীনের পরিস্থিতি এবং ভারতের স্বাস্থ্যের পরিকাঠামোর ওপর ভিত্তি করেই এ কথা বলা হয় প্রতিবেদনে। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, ‘সংস্থাটি দাবি করে বলেছে, ভারতের জনসংখ্যা এবং অনুন্নত স্বাস্থ্যব্যবস্থার জন্যই এত তাড়াতাড়ি লকডাউন তুলে নেয়া সম্ভব হবে না। তা অন্তত সেপ্টেম্বর পর্যন্ত গড়াবে। শুধু তাই নয়, তাদের সমীক্ষা বলছে, জুনের তৃতীয় সপ্তাহে ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ভয়াবহ রূপ নিতে পারে। তবে যদি এরপর প্রশাসন লকডাউন তোলার কথা চিন্তা করে, সেক্ষেত্রে গৃহবন্দিদশা কাটতে পারে জুনের শেষ সপ্তাহে। স্বাভাবিকভাবেই এমন রিপোর্ট উদ্বেগ বাড়াচ্ছে।’ করোনার জেরে আগামী অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির হার ২ শতাংশে নেমে যেতে পারে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর আগে ‘ফিচ’ আগামী বছর ভারতের প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশ হতে পারে জানিয়েছিল। তবে করোনার কারণে গোটা বিশ্বে আর্থিক মন্দার কারণে ভারতের আর্থিক বৃদ্ধির হার অনেকটাই কমে যেতে পারে। ভারতের প্রবৃদ্ধি ২ শতাংশ হলে তা হবে গত তিরিশ বছরের মধ্যে দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধি। করোনার বিস্তার ঠেকাতে চীনে লকডাউন ঘোষণা হওয়ায় পরই দেশটির উৎপাদন খাতে ব্যাপক বিপর্যয় শুরু হয়। তারপর গোটা বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করেছে। বিবৃতিতে সংস্থাটি বলছে, ‘ফিচ ধারণা করছে, গোটা বিশ্ব মন্দায় পড়তে যাচ্ছে। তাই ২০২১ সালে শেষ হতে চলা অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির হার ৫ দশমিক ১ শতাংশ হবে বলে প‚র্বাভাস দেওয়া হলেও বর্তমান এমন পরিস্থিতিতে তা কমিয়ে ২ শতাংশে নামিয়ে আনা হয়েছে।’ এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন