শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নীরবতায় স্মরণ চীনে করোনা শহীদদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাসে মারা যাওয়া রোগী ও চিকিৎসাকর্মীদের স্মরণে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করেছে চীন। নিহতদের শহীদ আখ্যা দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শনিবার দেশজুড়ে পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি সব ধরনের বিনোদন কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এমন এক দিন এই শোকের আয়োজন করা হয়েছে, যখন দেশটির বার্ষিক কুইংমিং উৎসব উদযাপন শুরু হয়েছে। প্রতিবছর এদিন লাখ লাখ চীনা নাগরিক তাদের প‚র্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া স্বাস্থ্যকর্মী ও রোগীদের প্রতি শোক জানিয়ে বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০টায় তিন মিনিটের নীরবতা পালন করা হয়। জংনানহাইতে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রেসিডেন্ট শি জিনপিং ও অন্যান্য চীনা নেতৃবৃন্দ। এছাড়া এ সময়ে নাগরিকরা গাড়ি, ট্রেন, জাহাজ থামিয়ে হর্ন বাজিয়ে শোক প্রকাশ করেন। হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উদ্ভ‚ত ভাইরাসটিতে চীনের মূলভূখন্ডে ৩৩ হাজারের বেশি লোক মারা গেছেন। করোনা রোগীদের বাঁচাতে সামনে থেকে লড়াই করা শু নামের এক নার্স বলেন, আমাদের যেসব সহকর্মী ও রোগী মারা গেছেন, তাদের জন্য দুঃখবোধ
করছি। সিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন