শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনার জন্য তাবলিগ নয়, মোদি সরকারই দোষী : অরুন্ধতী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

দিল্লির তাবলিগ জামাতে অংশ নেয়া কয়েক জনের শরীরে নভেল করোনাভাইরাস পাওয়ার পর ভারতে সংক্রমণ ছড়ানোর জন্য মুসমানদের দায়ী করা হচ্ছে। শুক্রবার নিজের লেখা এক কলামে এ ধরণের মানসিকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ঔপন্যাসিক ও লেখক অরুন্ধতী রায়। বরং তিনি সংক্রমণ ছড়ানোর জন্য মোদি সরকারকেই দায়ি করেছেন।

বুকার পুরস্কারজয়ী এই লেখক প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে‘দ্য প্যানডেমিক ইজ অ্যা পোর্টাল’ শিরোনামের লেখা কলামে বলেছেন, এটি মুসলিমদের কলঙ্কিত করার চক্রান্ত। নিবন্ধে অরুন্ধতী লিখেছেন, ‘ভারতে অর্থনৈতিক দূরবস্থা চলছে। চলছে রাজনৈতিক অস্থিরতা। এর ভেতর মূলধারার গণমাধ্যম ২৪/৭ ঘণ্টা মুসলিম বিরোধী ক্যাম্পেইন মেশাচ্ছে। তাবলিগ জামাত নামের একটি সংগঠন লকডাউনের আগে যে সভা করেছে ভাইরাস ছড়ানোর জন্য তাকে সুপার স্প্রেডার বলা হচ্ছে।’ ভাষার এমন ব্যবহারকে চক্রান্ত মনে করেন তিনি, ‘সার্বিক সুর শুনে হচ্ছে জিহাদের মতো মুসলিমরাই ভাইরাস ডেকে এনেছে।’
ভারতে করোনাভাইরাস ছড়ানোয় মোদি সরকারকে পরোক্ষভাবে দায়ী করে তিনি বলেন, ডিসেম্বরে, যখন চীন উহানে ভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল, ভারত সরকার সংসদে সদ্য পাস হওয়া বৈষম্যমূলক মুসলিম বিরোধী ‘নাগরিকত্ব আইন’র বিরুদ্ধে সৃষ্ট গণ-অভ্যুত্থানের মোকাবেলা করছিল। তিনি মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দিল্লি নির্বাচনে হেরে গিয়ে বিজেপির ক্ষোভ যেয়ে পড়ে মুসলমানদের উপরে। হারের জন্য তারা মুসলিমদেরকেই দায়ী মনে করেছিল। যার ফলে সশস্ত্র হিন্দু সন্ত্রাসীরা মুসলমানদের উপরে হামলা চালায়। তাদের বাড়ি-ঘর, মসজিদ পুড়িয়ে দেয়। এতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। যাদের মধ্যে হাতে গোনা দুই-একজন হিন্দু বাদে বাকিরা মুসলিম।’
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সেদেশে করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে বাড়ছে। প্রতি ঘণ্টায় প্রায় ২০ জন করে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন! আগের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭৮ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৯১ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (17)
Shamim Ahsan ৫ এপ্রিল, ২০২০, ১:০৯ এএম says : 0
Very well said
Total Reply(0)
Saiful Alam ৫ এপ্রিল, ২০২০, ১:০৯ এএম says : 0
মোদি গুন্ডা মুসলমানদের উপর চাপাইতে চায় করনার দোষ। অনেক দেশের নামি দামী অনেক লোক মারা গেছে বা আক্রান্ত হইছে। কিন্তু সরকার প্রদান মরেনাই, আল্লার এই করোনার আজাব টা মনেহয় সরকার প্রদান মুদির উপরেই আসতেছে ইনশাআল্লাহ।
Total Reply(0)
Anowar Hossain ৫ এপ্রিল, ২০২০, ১:১০ এএম says : 0
You are right
Total Reply(0)
Md Jamal ৫ এপ্রিল, ২০২০, ১:১০ এএম says : 0
রাইট ১০০%
Total Reply(0)
Md Mobarak ৫ এপ্রিল, ২০২০, ১:১৫ এএম says : 0
সারা ভারত জুড়ে হাজার হাজার মন্দিরে সর্বদা হাজার মানুষের সমাগম হচ্ছে,সেগুলোকে নিয়ে সমালোচনা হচ্ছেনা কেন,সেখান থেকে কি করোনা ছড়ানোর আশঙ্কা নেই।
Total Reply(0)
Eng Md Monjur Rahman ৫ এপ্রিল, ২০২০, ১:১৫ এএম says : 0
নিজামুদ্দিনের ঘটনা নিয়ে সাধারন ধর্মপ্রাণ মুসলিমদের দায়ীকরা হিনমন্মতা ছাড়া আর কিছুই না।
Total Reply(0)
Akas Chowdhuru ৫ এপ্রিল, ২০২০, ১:১৬ এএম says : 0
বু‌দ্ধিমান মাত্রই সহ‌জেই বুজ‌তে পার‌বেন যে বর্তমান ক্ষমতাসীন দল ও সরকার মুস‌লিম নিধ‌নের এক‌টি মহা প‌রিকল্পনা বাস্তবায়ন ক‌রে চ‌লে‌ছে। পর্যায়ক্র‌মে ধা‌পে ধা‌পে সে‌দি‌কে তারা অগ্রসর হ‌চ্ছে। প্রথ‌মে অাসাম,এর পর কাস্মীর,দিল্লী,উত্তর প্র‌দেশ,অাবার দিল্লী। এর পরবর্তী টা‌র্গেট কী তা সময় ই ব‌লে দি‌বে।
Total Reply(0)
Jakir Hossain ৫ এপ্রিল, ২০২০, ১:১৬ এএম says : 0
বিজেপি সরকার কেন একটি সম্প্রদায়ের উপর দায় চাপানোর চেষ্টা করতেছে যা এই সময়ের জন্য একটি শিশুসুলভ আচরণ। যেখানে পৃথিবীর প্রতিটি দেশ করোনার সাথে যুদ্ধ করতেছে আর বিজেপি সরকার আছে কার উপর দায় চাপানো যায় সেটা নিয়ে। আচ্ছা মুসলিমরা তো ভারতেরই নাগরিক। সাধু সময় থাকতে সাবধান হয়। দায় চাপানো বন্ধ কর। না হলে সব শেষ হয়ে যাবে
Total Reply(0)
এম.এম হাসান ৫ এপ্রিল, ২০২০, ১:১৭ এএম says : 0
মুসলিমরা ভুল করেছে।এসব জামাত তারা এড়িয়ে যেতে পারতেন এই সময়ে।সরকারও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।আর সুযোগ সন্ধানীরা একটা ইস্যু খুঁজছে যে করোনা পরবর্তী কিভাবে একটা মুসলিম বিদ্বেষ এবং সাম্প্রদায়িক হাঙ্গামা বাঁধানো যায়।কারণ সরকার তো সাম্প্রদায়িক হাঙ্গামা বাঁধানোর অনুকূল এখন।
Total Reply(0)
Aqa Md Fazlul Haque ৫ এপ্রিল, ২০২০, ৩:২৬ এএম says : 0
Tablig never represents Islam or Muslims,
Total Reply(0)
Aqa Md Fazlul Haque ৫ এপ্রিল, ২০২০, ৩:২৬ এএম says : 0
Tablig never represents Islam or Muslims,
Total Reply(0)
Amdadullah Khan ৫ এপ্রিল, ২০২০, ৬:১২ এএম says : 0
এম এম হাসান মুসলিমরা ভুল করে না লকডাউন এর আগেই তারা জমায়েত হয়েছিল কিন্তু মোদি সরকার হঠাৎ করে লকডাউন ডাকে যে কারণে তারা বের হতে পারে নাই বারবার আবেদন করার পরেও তাদেরকে বের হওয়ার সুযোগ দেয় নাই
Total Reply(0)
Amdadullah Khan ৫ এপ্রিল, ২০২০, ৬:১৩ এএম says : 0
এম এম হাসান মুসলিমরা ভুল করে না লকডাউন এর আগেই তারা জমায়েত হয়েছিল কিন্তু মোদি সরকার হঠাৎ করে লকডাউন ডাকে যে কারণে তারা বের হতে পারে নাই বারবার আবেদন করার পরেও তাদেরকে বের হওয়ার সুযোগ দেয় নাই
Total Reply(0)
taswarislam tahim ৫ এপ্রিল, ২০২০, ৬:১৮ এএম says : 0
সারা ভারত জুড়ে হাজার হাজার মন্দিরে সর্বদা হাজার মানুষের সমাগম হচ্ছে,সেগুলোকে নিয়ে সমালোচনা হচ্ছেনা কেন,সেখান থেকে কি করোনা ছড়ানোর আশঙ্কা নেই।
Total Reply(0)
Zakir Hossain ৫ এপ্রিল, ২০২০, ৭:০৬ এএম says : 0
এটা বলার অপক্ষে রাখেনা জালীম মালয়ন মোদী ভারতের ধর্ম নিরপেক্ষবাদকে শ্মশানের দাহকরে ফেলেছে,এখন আর ভারতের জনগন মাথা উচ্চু করে বলতে পারবেনা আমরা গনতান্ত্রীক দেশে বাস করছি।এই সইরতান্ত্রীক সরকা ভারতের গনতন্ত্রকে পায়ে তলে পিষে ফেলেছে। ভারতের কিছু পাগলেরা বলছে মোসলমানেরা করুনা ছড়াইছেন তাহলে সারা বিশ্বজুরে কি মোসলমানেরা বাইরাস ছড়াচ্ছে,সে জন্য মনে হয় চীনের সরকার দিশাহারা হয়ে মোসলমানের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়েছে।মোদি মনে হয় এসব দৃশ্য দেখে নাই।বুকার পুরুষ্কারজয়ি ম্যাডামকে অনেকঅনেক ধন্যবাদজানাই কারন তার দুচোক সত্যটাই দেখেছে।
Total Reply(0)
Md. Shamsul Hoq ৫ এপ্রিল, ২০২০, ১১:৪৮ এএম says : 0
Very accruate evaluation.
Total Reply(0)
মহিউদ্দিন ৭ এপ্রিল, ২০২০, ৭:৩২ পিএম says : 0
পরবর্তীতে প্রমাণিত হয়েছে দিল্লির তাবলীগ থেকে করোনা ছড়ায় নাই। এটি মোদির ষড়যন্ত্র।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন