মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গার্মেন্টস ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখুন

মালিকদের প্রতি বিজিএমইএ সভাপতি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের পোশাক কারখানাগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক। গতরাতে এক অডিও বার্তায় কারখানা মালিকদের প্রতি তিনি এ অনুরোধ জানান।
গার্মেন্টস মালিকদের উদ্দেশে রুবানা হক বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১১ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য সকল কারখানার মালিক ভাই-বোনদের বিনীত অনুরোধ জানাচ্ছি।
এর আগে গত ২৬ মার্চ কারখানা মালিকদের উদ্দেশে রুবানা হক বলেন, ‘স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবাইকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দিয়েছেন। সবার সুরক্ষার এবং সুস্বাস্থ্যের জন্য কিছু সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এ অবস্থায় কারখানা বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে আশা করি।’
সরকারের সাধারণ ছুটির সময়ে কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়ে রুবানা হক বলেছিলেন, ‘তবে কেউ চাইলে কারখানা খোলা রাখতে পারবেন। পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে এমন কারখানাগুলো খোলা থাকবে বলে জানা গেছে।’ খোলা রাখা কারখানাগুলোকে শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
এই দুর্যোগময় মুহুর্তে জনসাধারনকে করোনা ভাইরাসের বিষাক্ত ছোবল থেকে রক্ষাকল্পে অন্যান্য সেক্টরের মত গার্মেন্টস ও অন্যান্য ফ্যাক্টরিগুলো ও ১১ই এপ্রিল পর্যন্ত্য বন্ধ ঘোষনা করা হউক।
Total Reply(0)
এই দুর্যোগময় মুহুর্তে জনসাধারনকে করোনা ভাইরাসের বিষাক্ত ছোবল থেকে রক্ষাকল্পে অন্যান্য সেক্টরের মত গার্মেন্টস ও অন্যান্য ফ্যাক্টরিগুলো ও ১১ই এপ্রিল পর্যন্ত্য বন্ধ ঘোষনা করা হউক।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন