শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

একটা সুসংবাদ আসছে

আসিফ নজরুল | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ২:৫১ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ফোন করেছিলাম একটা কাজে। তিনি দিলেন বিরাট এক সুসংবাদ। জাতিকে তিনি করোনা শনাক্তকরণ কীট উপহার দিতে যাচ্ছেন ১১ই এপ্রিল। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামান্য সহযোগিতা লাগবে। তা পেলে তিনি আশাবাদী ১১ই এপ্রিল থেকে দেশে উৎপাদিত কীটে স্বল্পমূল্যে শনাক্ত করা যাবে করোনাভাইরাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন গাইডলাইনে করোনা প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হিসেবে করোনাবাহী মানুষকে চিহ্নিত করে আলাদা রাখার কথা বলা হয়েছে। দক্ষিণ কোরিয়া আর তাইওয়ানের মতো দেশ এটি করেই করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে।
করোনাবাহী মানুষকে আলাদা রাখতে হলে প্রথমে তার দেহে করোনাভাইরাস আছে কিনা শনাক্ত করতে হয়।
এর কোন বিকল্প নেই। অথচ বাংলাদেশে শুরু থেকে রয়েছে শনাক্তকরণ কীটের মারাত্মক স্বল্পতা। পৃথিবীর উন্নত অনেক দেশেও কম মাত্রায় হলেও এ সংকট রয়েছে। ফলে ডা. জাফরুল্লাহ চৌধুরীগণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে করোনা শনাক্তকরণ কীট বের করার ফমুর্লার সংবাদটি মাসখানেক আগে প্রকাশ করা মাত্র তা দেশে বিদেশে আলোড়ন তোলে। ডা. জাফরুল্লাহ ও কীটের ফমুর্লা আবিষ্কারকারী দলের প্রধান ডা. বিজন কুমার শীলকে নিয়ে সংবাদ ছাপা হতে থাকে প্রায় প্রতিদিন।
ডা. জাফরুল্লাহ আমার সাথে আলাপে ফর্মুলাটি বাস্তবায়ন করে কীট উৎপাদনের কাজে সরকারের বিভিন্ন অকুণ্ঠ সহযোগিতার কথা বললেন। তিনি বিশেষভাবে পররাষ্ট্রমন্ত্রী, এনবিআর-এর চেয়ারম্যান এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সহযোগিতার কথা জানালেন। তিনি মনে করেন এখন শুধু সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটু সহযোগিতা দরকার। সহযোগিতা দরকার বাংলাদেশি মানুষের রক্তে এই কীট দিয়ে করোনা শনাক্তকরনের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমতির। সেটি দ্রুততার সাথে পেলে ১১ই এপ্রিলে তিনি দিবেন সুসংবাদটি।
আমরা এ সুসংবাদের অপেক্ষায় থাকলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
Md. Shamsul hoque ৫ এপ্রিল, ২০২০, ৩:১২ পিএম says : 0
Thanks Dr. Zaforulla sir. And Dr. BIJON K. The proud Natore.
Total Reply(0)
আঃ রাজ্জাক ৫ এপ্রিল, ২০২০, ৩:১৬ পিএম says : 0
শুনেছি ক্যাপিটাল ক্রাইসিসের কারনে তা বাজারজাত করতে পারছেন না।এ বিষয়ে কেন সরকারের দৃষ্টি গোচর হচ্ছে না বা সংশ্লিষ্ঠ মন্ত্রনালয় দ্রুত পদক্ষেপ নিচ্ছে না বা তারা ইচ্ছে করেই কি এড়িয়ে যাচ্ছেন তা আমার বোধগম্য নয়। অথবা,মাত্র বিশ কোটি টাকা বিনিয়োগ করার মত ব্যক্তি বা আর্থিক প্রতিষ্ঠান কি আমাদের দেশে নেই? সরকার যে ৭২ হাজার কোটি টাকার প্রনোদনা ঘোষণা করেছে এখান থেকে এই প্রকল্পটির বাস্তবায়ন করা হোক।
Total Reply(0)
Babul ৫ এপ্রিল, ২০২০, ৩:৩৩ পিএম says : 0
Ti is just a testing kit. If doctors have doubt they can test it practically with infected and non infected people. It may give correct or wrong result but there is no side or harmful effect. So why the AUTHORITY taking so long?
Total Reply(0)
SAIFUL KHONDAKAR ৫ এপ্রিল, ২০২০, ৩:৩৬ পিএম says : 0
alla huma amin
Total Reply(0)
সবুজ গম্বুজ ৫ এপ্রিল, ২০২০, ৩:৪৪ পিএম says : 0
সরকার যে ৭২ হাজার কোটি টাকার প্রনোদনা ঘোষণা করেছে এখান থেকে এই প্রকল্পটির বাস্তবায়ন করা হোক।
Total Reply(0)
সবুজ গম্বুজ ৫ এপ্রিল, ২০২০, ৩:৪৪ পিএম says : 0
সরকার যে ৭২ হাজার কোটি টাকার প্রনোদনা ঘোষণা করেছে এখান থেকে এই প্রকল্পটির বাস্তবায়ন করা হোক।
Total Reply(0)
সবুজ গম্বুজ ৫ এপ্রিল, ২০২০, ৩:৪৫ পিএম says : 0
সরকার যে ৭২ হাজার কোটি টাকার প্রনোদনা ঘোষণা করেছে এখান থেকে এই প্রকল্পটির বাস্তবায়ন করা হোক।
Total Reply(0)
taijul Islam ৬ এপ্রিল, ২০২০, ৯:৫২ এএম says : 0
Thanks to Md.Jaforullh Khan....ALLAH HELPS HIM....
Total Reply(0)
মো: গিয়াস উদ্দিন ৬ এপ্রিল, ২০২০, ৩:৩০ পিএম says : 0
আল্লাহ পাকের লাখোলাখো শুকরিয়া, তিনি এই ওয়ার্ল্ড ক্রাইসিস এর সময় আমাদের এরকম সুসংবাদ শুনালেন।আলহামদুলিল্লাহ। আমি আমদের জনবান্ধব এই সরকারের কাছে অনুরোধ করবো,যা কিছুর প্রয়োজন হয় তাদিয়ে খো তাড়াতাড়ি যেন আমাদের জন্য উম্মুক্ত করেন।
Total Reply(0)
মোঃ মাসুদ কবির রানা ৬ এপ্রিল, ২০২০, ৬:৪০ পিএম says : 0
সরকার যে 72 হাজার 750 শত কোটি টাকার প্রনোদনা ঘোষণা করেছে এখান থেকে এই প্রকল্পটির বাস্তবায়ন করা হোক।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন