শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজার সমুদ্রসৈকতে নিষ্ঠুর কান্ড!

সেই ডলফিনগুলো মরে সৈকতে ভেসে আসছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ৩:৫৮ পিএম

সৈকতে ভেসে আসছে- পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকতে খেলা করা ডলফিনগুলো মা রা যাচ্ছে। জেলেদের জালে ফাঁদে আ’ট’কে ম’রা যাওয়া ডলফিন ভেসে আসছে কক্সবাজারের বিভিন্ন উপকূলে। গত দুই দিনে টেকনাফ উপকূরে ভেসে এসেছে দুইটি বিশাল আকৃতির ডলফিন।
অথচ কয়েকদিন আগেও কক্সবাজার সমুদ্র সৈকতে বিরল ডলফিনগুলো দলবেধে খেলা করতে দেখা গেছে। কিন্তু জেলেদের উৎপাতে কদিন ধরে এই ডলফিন দেখা যাচ্ছিলোনা। স্থানিয়রা জানিয়েছেন, ডলফিন খাওয়ার সংগ্রহের জন্য মাছের পালের পেছনে থাকে। জেলেরাও বিষয়টা জানে।
মাছ ধরার জন্য জেলেরা সাগরের ডলফিনের চারপাশে জাল দিয়ে ঘিরেফেলে। এসময় জেলেদের জালে আ’ট’কা পড়ে ডলফিনগুলো মা’রা যাচ্ছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে কক্সবাজারের টেকনাফের শাপলাপুর সৈকতেও একটি বড় মৃ’ত ডলফিন ভেসে আসে। ডলফিনটির শ’রী’রের বিভিন্ন স্থানে আ’ঘা’তের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে ২৩ মার্চ (সোমবার) সকাল থেকে এক দল ডলফিন খেলা করতে করতে দেখা যাচ্ছিলো। ১০ থেকে ১২ টি ডলফিনের এই দলটি সকাল ৯টা থেকে সাগরে নীল জলে লাফিয়ে লাফিয়ে খেলা করছিলো। সমুদ্র সৈকতের একদম কাছেই ডলফিনগুলো খেলা করতে দেখা গেছে। সমুদ্র পাড় থেকে ডলফিনের খেলা করার দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
twashin ahmed ৫ এপ্রিল, ২০২০, ৪:১৮ পিএম says : 0
Khubi kharap kotha
Total Reply(0)
twashin ahmed ৫ এপ্রিল, ২০২০, ৪:১৮ পিএম says : 0
Khubi kharap kotha
Total Reply(0)
jack ali ৫ এপ্রিল, ২০২০, ৪:৩৩ পিএম says : 0
Those who are Killing Dolphin, May Allah kill them as well. Ameen
Total Reply(0)
Md Jewell ৬ এপ্রিল, ২০২০, ১২:২১ পিএম says : 0
ডলফিন যেখানে খেলা করে,সেখানে বা তার আস পাশে সব ধরনের জেলেদের মাছ ধরা বন্ধ করে দেওয়া হোক।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন