বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অনলাইনে ক্লাস নিচ্ছে জাবির আইবিএ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ৫:২৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) অন লাইনে ক্লাস নেয়ার কার্যক্রম শুরু করেছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ৩ এপ্রিল থেকে এ ইনস্টিটিউটের শিক্ষকগণ পূর্ব নির্ধারিত ক্লাসসূচি অনুযায়ী বিভিন্ন সেমিস্টারে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের ক্লাস নেয়া শুরু করেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ রাফিউল হক বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী এবং বাংলাদেশেও এর বিস্তার ঘটায় শিক্ষাকার্যক্রমে প্রভাব পড়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ইনস্টিউটের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে।
ইনস্টিটিউটের সকল শিক্ষক একমত হয়ে আন্ডার গ্র্যাজুয়েট (বিবিএ), গ্র্যাজুয়েট (এমবিএ) এবং উইকেন্ড প্রোগামের ছাত্র-ছাত্রীদের শিক্ষাকার্যক্রম চালু রাখার উদ্দেশ্যে অন লাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরফলে শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যে থাকবেন এবং সেশনজট থেকেও আমরা মুক্ত থাকবো।
ইনস্টিটিউটের পরিচালক আরও বলেন, শিক্ষকগণ পূর্ব নির্ধারিত ক্লাস সূচি অনুযায়ী ক্লাস নেয়ার ফলে অন লাইনে ক্লাস নেয়ার ক্ষেত্রেও কোনো জটিলতার সৃষ্টি হয়নি।
প্রত্যেকেই যার যার নির্ধারিত ক্লাসে অংশগ্রহণ করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Fariya ১১ এপ্রিল, ২০২০, ৭:১৯ পিএম says : 0
বাংলা মাধ্যম নাকি ইংরেজি মাধ্যম?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন