বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

খেলা ছাড়াই বেতন পাবেন পাকিস্তানি ক্রিকেটাররা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ৭:৩৬ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই আসছে পবিত্র রমজান মাস। চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে রোজা। পাকিস্তানের ক্রীড়া সংগঠকরা চাইছেন, করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া ক্রিকেটটা রমজান মাসেই শুরু করতে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাফ কথা, রমজান মাসে কোনো ক্রিকেট হবে না। শুধু তাই নয়, করোনাভাইরাসের কারণে নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে যেখানে বেশিরভাগ বোর্ড খেলোয়াড়দের বেতন কাটার কথা ভাবছে, সেখানে পিসিবি ভাবছে ঠিক উল্টোটা। তারা ক্রিকেটারদের নিশ্চয়তা দিয়েছে যে, বর্তমান চুক্তিতে ২০১৯-২০ অর্থ বছরের সম্পূর্ণ বেতনই খেলোয়াড়দের দেয়া হবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি বলে, ‘কিছু প্রতিষ্ঠান এবং সংগঠকদের কাছ থেকে আমরা রমজান মাসে ক্রিকেট খেলার অনুমতি চেয়ে অনুরোধ পেয়েছি। তবে আমরা মনে করি, এখনই উপযুক্ত সময় আমাদের পলিসি মেনে চলার। সমাজে স্বাভাবিক অবস্থা ফিরে আসার আগে কোনো ক্রিকেট হবে না। এই প্রেক্ষাপটেই পিসিবি রমজান মাসে পাকিস্তানে ক্রিকেট খেলার কোন অনুমতি দেবে না।’

বিজ্ঞপ্তিতে তারা আরো বলে, ‘বর্তমান সময়টা সারাবিশ্বের জন্যই অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং। খেলাধুলার সবকিছু থমকে গেছে। কারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা সবার আগে। সতর্কতামূলক নির্দেশনাগুলো মেনে চলার জন্য সংগঠক এবং ক্রিকেটারদেরকে অনুরোধ করছে পিসিবি। সবধরনের জনসমাগম এড়িয়ে চলুন।’

একইসঙ্গে পিসিবি স্পষ্ট ভাষায় বলেছে, করোনা পরিস্থিতির কারণে কঠিন সময়ের উদ্ভব ঘটলেও বোর্ডের বেতনভুক্ত ক্রিকেটাররা সম্পূর্ণ বেতনই পাবেন। কারো বেতনের কোন অংশ কাটা হবে না। কেন্দ্রীয় চুক্তিসহ পিসিবি’র মোট ২২০ জন বেতনভুক্ত খেলোয়াড় রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘সকল ক্রিকেটার ও কর্মচারী-কর্মকর্তাদের ভালোমন্দ দেখার বিষয়টি গুরুত্বের সঙ্গেই নেয় পিসিবি। কর্মচারী বাদ দিয়ে ২২০ জনের মতো ক্রিকেটার রয়েছে বোর্ডের বেতনের আওতাভুক্ত। পিসিবি এটি নিশ্চিত করবে ২০১৯-২০ অর্থ বছরের পুরো বেতনই যেন পান খেলোয়াড়রা। এছাড়াও আমরা কোন বিলম্ব ছাড়াই বেতন দেয়ার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন