বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিটিভিতে আজ থেকে হুমায়ূন আহমেদের ধারাবাহিক কোথাও কেউ নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

আশির দশকের শেষের দিকে বিটিভিতে প্রচার হয়েছিল বিশিষ্ট কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’। সে সময় নাটকটি তুমুল জনপ্রিয়তা পায়। নাটকের বাকের ভাই চরিত্রটি দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠে। এ চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। অন্যদিকে মুনা চরিত্রে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তফা। জনপ্রিয় এই নাটকটি আবারো প্রচার করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন। আজ থেকে নাটকটি প্রচার শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ। এরপর হুমায়ূন আহমেদের দর্শক নন্দিত আরেক ধারাবাহিক ‘বহুব্রীহি’ নাটকটিও প্রচারের পরিকল্পনা আছে বলে জানান বিটিভির মহাপরিচালক। হারুন-অর-রশীদ বলেন, দর্শকরা ‘কোথাও কেউ নেই’ নাটকটি দেখতেন মুগ্ধ হয়ে। ‘বাকের ভাই’ চরিত্রটির কথা এখনো মনে রেখেছেন মানুষ। করোনাভাইরাস প্রতিরোধে মানুষ এখন ঘরবন্দি। তাদের বিনোদনের জন্য আবারও আমরা নাটকটি প্রচার শুরু করছি। নাটকটিতে বদি চরিত্রে আবদুল কাদের, মজনু চরিত্রে লুৎফর রহমান জর্জ, মতি চরিত্রে মাহফুজ আহমেদ, বকুল চরিত্রে আফসানা মিমি, উকিল চরিত্রে হুমায়ুন ফরিদীসহ আরো অনেকে অভিনয় করেন। অন্যদিকে ১৯৮৮-৮৯ সালে বিটিভির ‘বহুব্রীহি’ ধারাবাহিকটিও সাড়া ফেলেছিল। একটি পরিবারকে ঘিরে আবর্তিত হওয়া এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, লুৎফরনাহার লতা, লাকী ইনাম, আবুল খায়ের, আফজাল শরীফ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
najmulnishu ৬ এপ্রিল, ২০২০, ১২:৪৭ এএম says : 0
টাইম টা যদি বলেন ভাল হতো।
Total Reply(0)
Jamil Hasan Shawon ৬ এপ্রিল, ২০২০, ৯:৩৮ এএম says : 0
সময় উল্লেখ করলেন না। সময়টা বলে দেন।
Total Reply(0)
ডক্টর মানিকলাল দাশ ৭ এপ্রিল, ২০২০, ৯:০১ এএম says : 0
Good news.time please.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন