শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নিজ এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করলেন অনন্ত ও বর্ষা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

এ পর্যন্ত প্রায় ১৮০০ পরিবারকে ১০ দিনের খাদ্যসামগ্রী দিয়েছেন জনপ্রিয় নায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল। এবার একই কাজে এগিয়ে এলেন এই নায়কের স্ত্রী নায়িকা বর্ষা। গত ৩ এপ্রিল মোহাম্মদপুরে তাদের বাসার সামনে ৩৫০ মানুষের হাতে তুলে দেয়া হয়েছে খাদ্য ও জীবাণুনাশক সামগ্রী। মোহাম্মদপুর থানার সহযোগিতায় এগুলো বিতরণ করেছেন অনন্ত জলিল এবং তার ছোট্ট দুই ছেলে আরিজ ও আবরার। এদিকে গতকাল বর্ষার দেশের বাড়ি সিরাজগঞ্জে ৫০০ পরিবারের মধ্যে একইভাবে সামগ্রী বিতরণ করেন বর্ষা। অনন্ত জলিল বলেন, ‘করোনাভাইরাস যেন সংক্রমণ না হয়, এ জন্য আমরা মোহাম্মদপুর থানায় ত্রাণ কার্যক্রমটির বিষয় অবহিত করি। তারাই ৩ ফুট দূরত্ব তৈরি করে সুন্দরভাবে আয়োজনটি সম্পন্ন করেন।’ তিনি বলেন, ‘এর আগে আমি প্রায় ১৮০০ পরিবারকে খাবার সামগ্রী দিয়েছি। যা মূলত বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে। তাই বর্ষা আমাকে বলল, ‘অনেক জায়গায় দেয়া হয়েছে, এবার আমাদের এলাকার মানুষদের পাশে দাঁড়ানো দরকার।’ তার এ প্রস্তাবের সূত্র ধরে মোহাম্মদপুরে এ আয়োজন করা হয়।এছাড়া বর্ষা তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।’ উল্লেখ্য, গত ২৭ মার্চ বিএফডিসিতে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন অনন্ত। এরপর আরও দুইবার সেখানে একই কার্যক্রম চালিয়েছেন। সেখানে সহযোগিতা করেছে চলচ্চিত্র শিল্পী, পরিচালক ও প্রযোজক সমিতি। এছাড়াও তিনি তার কারখানার এলাকা সাভারের হেমায়েতপুরে একটি মসজিদে ৫ লাখ টাকা দান করেছেন। সেখানেও খাদ্যসামগ্রী বিতরণ করেন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Abulkalam ৬ এপ্রিল, ২০২০, ১১:৪৩ এএম says : 0
Thank you Hiro & hiroin.
Total Reply(0)
NAHID ৬ এপ্রিল, ২০২০, ২:৫০ পিএম says : 0
Somppod to oneker ase but deyar mon ko jonar ase????
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন