বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তবুও ক্রিকেট চান ল্যাঙ্গার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বময় এখন খেলাধূলার সমস্ত ইভেন্ট বন্ধ। কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে উঠলে বাইশ গজে ব্যাট বনাম বলের লড়াই দেখতে চান জাস্টিন ল্যাঙ্গার। বিবিসি রেডিওতে অস্ট্রেলিয়ার কোচ বলেছেন, ‘ক্রিকেট যখন খেলতে শুরু করি আমরা, তখন সবারই বয়স কম থাকে। তখন খেলা দেখার জন্য কোনও জনতা থাকে না। ক্রিকেটকে ভালবাসা থেকেই খেলি সবাই। সতীর্থদের সঙ্গে খেলতেও ভাল লাগে। আর খেলার মজা তো থাকেই। আর এ ক্ষেত্রে গ্যালারি ফাঁকা থাকলেও টিভি সেট ও রেডিওর মাধ্যমে বিনোদন দেওয়া সম্ভব ক্রিকেটপ্রেমীদের। ফলে তারও আলাদা মূল্য রয়েছে। হ্যাঁ, এটা আলাদা রকমের ঠিকই। তবে সৌভাগ্যবান বলেই আমরা খেলতে পারছি, এটা ভুললে চলবে না।’

অন্য সমস্ত খেলার মতোই ক্রিকেটের সকল ইভেন্ট এখন বন্ধ। বন্ধ সব দেশের ঘরোয়া ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটের আসরও পিছিয়ে গিয়েছে। আইপিএলও অনিশ্চিত। তাই ক্রিকেটাররা সময় কাটাচ্ছেন ঘরের মধ্যেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন