শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শতবর্ষী জব্বরের বলীখেলায় করোনার কোপ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস প্রাদুর্ভাব দিন দিন ছাড়িয়ে যাচ্ছে। প্রতিদিন পাল্লা দিয়ে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তাই ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা ১১১তম আসর স্থগিত করেছে মেলা কমিটি। প্রতিবছর ১২ বৈশাখ চট্টগ্রাম লালদীঘি মাঠে এ বলীখেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বলীখেলাকে ঘিরে তিন দিনব্যাপী নগরজুড়ে বিশাল মেলা বসে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে এই কুস্তি বা বলী খেলা প্রচলন করেন। মেলা কমিটি দুর্যোগ থেকে মুক্তি পেতে সবাইকে ঘরে অবস্থান নিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করার আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন