বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘বাতিল হতে পারে চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ৪:৪৪ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের তিন মাসেই পুরো বিশ্বে জেঁকে বসেছে। উৎপত্তিস্থল চীনের অবস্থা স্বাভাবিক হয়ে গেলেও স্পেন, ইতালি, যুক্তরাষ্ট্রে হত্যাযজ্ঞ চালাচ্ছে কোভিড-১৯। যে হারে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে আগামী কয়েক মাসের মধ্যেও বিশ্বের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে মনে হয় না। এমন অবস্থায় করোনায় সৃষ্ট পরিস্থিতি যদি সেপ্টেম্বর পযর্ন্ত বলবৎ থাকে তবে চলতি চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ বাতিল হতে পারে জানিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফরিন।

অবশ্য ৫২ বছর বয়সী স্লোভেনিয়ানের পছন্দ, পরিত্যক্ত করার চেয়ে ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন স্টেডিয়ামে ম্যাচ চালানো।

চলতি মৌসুম পরিত্যক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে জার্মান ভিত্তিক ক্রীড়া মাধ্যম জেডিফি ‍স্পোর্টস্টুডিও’কে সেফরিন বলেন, ‘আমরা এটা (চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ) সেপ্টেম্বর বা অক্টোবরে খেলতে পারব না। কর্তৃপক্ষ যদি আমাদের খেলার অনুমতি না দেয় তবে আমরা খেলতে পারব না।’

বৈশ্বিক মহামারি করোনার কারণে অর্নির্দিষ্ট সময়ের জন্য চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ আপাতত স্থগিত রেখেছে উয়েফা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন